যে আমি তোমার হতে চেয়েছে
নিরবে যার হৃদয়ে অজস্র কথা জুড়েছে
প্রাণের স্পন্দনে তোমার নামের উৎফুল্লতা
তোমাকে একবার জড়িয়ে ধরার আকুলতা
এই আমি হারিয়ে যায় নি,
আমি না ফেলেছি সেই উৎফুল্লতা
পাবো না বলেই হৃদয়ে রেখেছি
ভালোবেসে চলেছি নিরবে নিবৃত্তে।
যে আমি তোমার হতে চেয়েছে
তার চোখে অশ্রু ছিল ঝর্ণার মতো
ঝরে পড়ে হৃদয়ের ক্ষত হয়ে
রক্তের বিন্দু অশ্রু হয়ে বেদনা দেই
তবুও প্রশান্তি তোমায় চোখে দেখি;
বলা হয় নি, তুবও বলি আমি রয়েছি
তোমার নিরব নিবৃত্তের অন্তরালে
যখন আমায় মনে করে অশ্রু ফেল
বালিশে মাথা রেখে আমাকে জড়িয়ে
ধরার স্বপ্ন বাঁধো হৃদয়ে
আমি তখন তোমার আত্মা জুঁড়ে
চাদরের মতো করে জড়িয়ে ফেলি
আমি আছি যেমন তুমি কল্পনা করো।
যে আমি তোমার হতে চেয়েছে
সে ভুলেনি তোমার চাওয়া-আবদারগুলো
আমি রাখতে পারে নি যেমন এই চর্ম চোখ দেখে
আমি তোমায় রেখেছি যেমন তোমার স্বপ্ন আমায় দেখে
আমি রয়েছি স্বপ্ন বিভোর তোমার মাঝে
অন্তরালে সবার অলক্ষ্যে একমুঠো ভালোবাসার স্পর্শে।