চব্বিশ বছর পাড় হয়ে গেল
জীবনের খোলসে রহস্যের অভেদ্য
জানা আর না জানার জ্ঞান সরবরে
যতটা সময় পাড় করে চলেছি
ততই রহস্যের অভেদ জেনে একা হয়ে গেছি।
নদীর বুকে তীব্র জোয়ারে জলের স্রোত
বাতাসের তীব্র আক্রোশে হৃদয় বিহ্বল
প্রেম হোক আর মন খারাপের দিন
সব যেন ধুঁয়ে মুছে করে মলিন।
প্রেয়সীর ওষ্ঠদ্বয়ে প্রিয়তমের নাম
মধুর যেন রোমাঞ্চ যেন সারা গাঁয়।
রহস্যের অভেদ জেনে চব্বিশ বছর পাড় হলো
একার মাঝে যেন আরও একা হয়ে
প্রকৃতির নিষ্ঠুরতা আর প্রেমের রহস্য জেনে
মানুষের নির্মমতা দেখেছি এই চোখে।
এতো মলিন মন আর মিষ্টি মধুর কথার ছলে
কিভাবে করে নির্যাতন? আর কতটা নিচু এই পুরুষ!
পুরুষত্বের দাবালনে স্ত্রী,মেয়ে,বোন
আর কত সম্পর্কের হয় বলি-
দেখেছি জীবনের রহস্য অভেদ ধর্মেরগ্লানি
যখনই সবকিছু পরাজিত তখনই পুরুষত্বের ধর্মচর্চা
নারী নত আরও নতজানু হয়ে দাসত্বে বন্ধি।
এই সমাজ আর ধর্মের বিধানে পুরুষের অধিকারে
কেউ হয়ে উঠতে পারে না বাঁধা।
অধিনস্থ নারী পুরুষের নিচে সে
মাথা উঁচু হবে না কখনো পুরুষেরও উপরে।
সত্য সমাগম আর যুদ্ধের দামামা বেজে উঠেছে
যে সত্য লুকিয়ে আছে পুরুষত্বের ধর্মের অতলে
তা বের হবে; ধ্বংস হবে অহংকারী পুরুষত্ব
যে মিথ্যা পুরুষত্বের অধিকারে
এই সমাজ দখল আর খোদার ধর্মে নিজের বহাল
হুকুমে খোদা হয়ে নারীর উপর খোদায়ী অধিকার?
যুদ্ধের অনির্বায আর নির্বাণে পুড়বে পুরুষত্ব
সমতার বিধানে সত্য উঠবে জেগে।
এই প্রেম সৃষ্টির আদি হতে তোমার হয়ে
আমারই মাঝে বারবার হয় প্রকাশ।
শতাব্দী হতে কালের বহতায়
প্রেমের সুর বেঁধে আমি অপেক্ষমান।
চব্বিশ বছর পাড় হয়ে গেল
জীবনের রহস্য অভেদ্য অন্তর্জলে।