আমার চেতনা আমাকে প্রলুব্ধ করে
বয়সের ছাপ মেপে তার ডাক শুনতে
কিন্তু আমি তা কখনো করে উঠে নি।
শতাব্দীর বয়স আর  চেতনা লুপ্ত
যখন সে এসে সামনে দাঁড়ালো
মুখশ্রী তার আবরণে ঢাকা
কিন্তু তার চোখ যোগল কিছু বলে
আমার চেতনা যেন দুটি নয়নে আবদ্ধ
হৃদয়ের বদ্ধ দরজাগুলো কম্পিত হলো
দু'নয়নে আমি তার মুখশ্রী একেঁছি
শুধু ভালোবাসি তার দু'চোখ।