আজ আর বাঁধা নেই অশ্রুপাতে
ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকা
ছোট্ট বোনটি আর নিবেদন করছে না;
ছোট্ট ভাইটি জড়িয়ে ধরছে না।
যার আঁচল ধরে পথঘাট চেনা
সে তার কবর মাঝে শায়িত।
আজ একাকীত্বের নিদারুণ ব্যাথা
ঈদগাহ মাঠে সারি সারি মৃত লাশেদের মাঝে
আমি যেন জেগে আছি, শ্রবণ করছি
ব্যাথা আর বেদনার অশ্রু
আমার হৃদয়ের তরঙ্গ কম্পিত হচ্ছে
আমি উপেক্ষা করছি না শ্রবণসুখ।
ব্যথিত ভঙ্গুর বিশ্বের ক্রন্দন আমাকে-
একা হয়ে মৃতদের মাঝে দাঁড় করিয়েছে।
আমি ঘরে এসে চেনা মুখগুলো খুঁজে চলছি
তাদের স্বর শ্রবণ করার চেষ্টা করছি
আমার ভাই আর বোনটির নিবেদন
আমি বিশ্বের সমগ্রে নিদারুণ ব্যাথা শ্রবণ করছি।
আজ আর বাঁধা নেই অশ্রুপাতে
আজ একাকী হয়েও সবাইকে শুনে চলেছি
তারা আমার আনন্দ অশ্রুর ঈদ
আমার ঈদ যারা মৃত লাশদের মাঝে দাঁড়িয়ে
আমার মতো করে ব্যথিত সুর শ্রবণ করছে।