বছর তিনেক পর দেখা হয়ে গেল আজ-
কি সুধাবে জীবন আমায়;
দেখিবার চাই যদি আরও একবার
সেই যে দুপুরে চেয়েছিল তোমার দুটি নয়ন
নৌকার মাঝে কেটে যায় যেন মুহূর্তের জীবন।
বিকেলের নরম মুহূর্ত ;
নদীর জলে তোমার প্রতিবিম্ব, নীল আকাশের স্নিগ্ধ ছায়ারাগ
এক রমণী যে তাকিয়েছিল আকুতি স্বরে-
বছর তিনেক পর দেখা হয়ে গেল আজ-
সেই নীলাভ্র দৃষ্টির লুকোচুরি ছায়া
বসন্তের ন্যায় হাসির রেখা;
নক্ষত্রের পর নক্ষত্রের অতীত নিরবতা
মুছে যায় নি এখনও; রয়ে গেল সেই স্মৃতি।
স্মৃতির মন্থনে, জাগিল কিছু নতুন স্মৃতি
বিষাদে নয়, আনন্দের স্রোত যেন বয়ে ছিল মনে।
এখনও যদি তাকাই তোমার মুখপানে
মনে করিয়ে দেই পৃথিবীর পথে নীল সমুদ্রের ছায়া
দুপুরের নৌকাভ্রমণে মধুর স্মৃতির শূণ্য উত্তাল ব্যাথা
বিকেলের গৌধুলী বেলার হাতের স্পর্শে,
নক্ষত্র, রাত্রির যুবাদের হৃদয় স্পন্দন-
অনুভব করেছি আমি, বছর তিনেক পরও।
সময়ের গতিতে সময় চলে গেল
সেই মানুষের স্মৃতি মনে রয়ে ছিল
নক্ষত্ররা যদি খসে পড়ে এই পৃথিবীর পথে
আজ যে দেখা হলো- হবে কি দেখা শাশ্বতকাল পরে।
বছর তিনেক পরে দেখা হয়ে গেল,
বছর তিনেক পরে দেখা হয়ে গেল আজ।