এই যে দেখা হলো আজ তোমার-আমার
কিছু কথা আর অতীতের স্মৃতি মন্থন
না পাওয়ার তীব্র ইচ্ছে আর আক্ষেপ ছিল মনে
এই একটি গোলাপ কেন হলো না আমার
শুধু একটি লাল গোলাপ যেন সুভাষ ছড়ায়
আমার জীবনে দুঃখের স্রোতে সুখের
পালতোলা নৌকার উল্লাস যেন হলো না।
জানি আমি, তোমার তীব্র বাসনা কি ছিল?
আমার হাতটি ছুঁয়ে ধরে রাখা
একটু বুকে মাথা রেখে অশ্রু ঝরানো
কিছু যেন হয়ে উঠলো না এই সমাজে।
এই যে দেখা হলো তোমার-আমার
তোমার দেওয়া উপহার হাত ঘড়িটি
কিছু ইচ্ছে আর স্বপ্নের বলিদান রয়ে গেল
না বলা কথা হয়েও
কালো রঙে সাঁজিয়েছে আমায়।
এই যে নিরব প্রেম; সুখের তীব্র যন্ত্রণা
এই অলিখিত বন্ধনে দিও না কোনো নাম
পবিত্র প্রেমে না যেন হয় নিষিদ্ধ সেই নাম।
স্মৃতি নিয়ে যায় সরে অনেকটা দূরে
যেখানে না পৌঁছে আহ্বান তোমার-আমার
প্রেম শুধু প্রেম থাকুক নিষিদ্ধের ছোঁয়া না লাগুক
অলিখিত বন্ধনে বেঁধে থাকুক
সমাপ্তির পরেও সমাপ্তির রেখা থাকুক।
এই যে দেখা হলো তোমার-আমার
অনন্তের পথে হেঁটে চলার
সমাপ্তি না হোক সেই পথচলার।