তুচ্ছ এইসব- মায়া ভালোবাসা ভালো মন্দের প্রলাপ
তুচ্ছ সব, এইসব কিছু তুচ্ছ ইট পাথরের স্তুপ।
মসজিদ,মন্দির গির্জা, মঠ এইসবে-
কারা আছো তার ভিতর বসে?
কার হয় প্রার্থনা ঐ ভিতর মাঝে?
কার কপাট জানালা বন্ধ হয়ে পড়ে?
কার নামে চলে মসজিদ,মন্দির, গির্জা,মঠ?
এ কোন ব্যবসা?
ধনীদের চাটুয্যে কপাট জানালা খুলে তারা
গরীবের মুখদ্বার করে তারা রুদ্ধ।
কোন সে খোদা? কি তার প্রার্থনা?
এত ভেদ মানুষ মাঝে!
তার ঘরে কে বসে? ভিতর-বাহির কার হুকুম?
তুচ্ছ,তুচ্ছ, এইসব তুচ্ছ ইট পাথরের স্তুপ
সভ্যতার সংস্কৃতির অন্ধকারে পুঁতে ফেলা এইসব-
আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে ইট পাথরের স্তুপে
তুচ্ছ সব সভ্যতা সংস্কৃতির মানস পিঠে
আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে