তারপরেও কথা থাকে;
ভোরের কোয়াশার চাদরে
অপেক্ষমান সেই পথিকের মনে
সেই স্বপ্ন আর প্রেমের শপথ
ভালোবাসা আর হাত মুঠো স্পর্শ
হেঁটে চলা রেললাইনের বাঁকে বাঁকে
না বলা কথা রয়ে গেল স্মৃতি হয়ে।
হৃদয়ের কতটুকু জানে সে
তবুও সে তাকাই মোর পাণে।
হাত দিয়ে হাত ছুঁই
মন দিয়ে মন ছুঁই
সব কথা হেরে যায়
যদি তার কিছুটা পাই।
তারপরেও কথা থাকে;
দীর্ঘশ্বাসে বদলে যায় সব
তারপরেও জীবনের ফাটলে ফাটলে
কুয়াশা এসে জড়ায়।
কুয়াশার মতোই অজস্র কথা দিগন্তে বেড়ায়।