আর মানুষের হিংসুটে স্বভাব এবং আচরণ
বিধ্বস্ত করেছে তার গ্রাম শহরতলী দেশ।
তারা কেড়েছে নিম্ন,মধ্যবিত্তদের সুখ
খেটে খাওয়া কৃষক শ্রমিকের অর্থকড়ি
জুলুম চালিয়েছে এই ভূমির মানুষের উপর।
তাদের ক্রোধ, লোভ আর লালসার জিহ্বা
লেহন করে চলেছে পিচঢালা রাস্তা
শুকিয়ে যাওয়া ঘাম আর তাদের রক্তকোষ।
তারা বিধ্বস্ত করেছে গ্রাম শহরতলী দেশ
তারা খুঁড়ে চলেছে কামার-কোমর ও কৃষকের উদর
নিশ্চিহ্ন করে চলেছে মানবের ভ্রূণ
আর রূপিত করে চলেছে শুকুর, শুকুন আর হায়নাদের বীজ।