নীল আকাশ ভেদ করে দু'চোখ কিছুই দেখে না
তবুও সে জানে দিনের আলোর গভীরে-
রাতের তারাগুলো লুকিয়ে আছে।
সে জানে পৃথিবীর পথ কতটা কণ্টকিত
তবুও সে জীবনের সহজ পথ খুঁজে,
জীবনে বেঁচে থাকার সুখ আনন্দ
দুঃখ আর বিরহের যন্ত্রণা হতে পরিত্রাণের।
তার এই খোঁজ তাকে বয়ে নিয়ে চলে
অবিকল সত্যের বিপরীতে কী আছে!
যে সত্যকে সে দেখতে পাই না
আর যাকে সে দেখতে পাই তার পার্থক্য!
যা সে মেনে নিলো এবং না মেনে নেওয়ার বিকল্প খোঁজে।