আমিই বা কেমন যেমন সন্ধ্যাদীপ
সূর্যের প্রদীপ নীভে লাগিয়েছি চন্দ্রদীপ।
দিগন্তে জেগেছে কত তারা
আমিই বা তুচ্ছ এক দৃষ্টিহারা।
তোমার হৃদয়ে স্মরণ এ কেমন
নিজের স্মৃতি নিয়ে দিশেহারা।
বিচ্ছেদ নয়তো এ কেমন আমি!
অসমাপ্ত তোমার কথা না শোনা।
এতো ডাক, এতো করুণা তোমার
তবুও কেন আমি তোমায় ছাড়া?
এই আকাশ, এই পৃথিবীর এ কেমন নিয়ম
তোমার বিরহে বঞ্চিত এই প্রেম ভূবন।
ইয়া রব, ইয়া খোদা!
ইশকে রাসূলে এই হৃদয় জোদা।
পূর্ণ হোক এই বিরানভূমি
প্রেম, ভালোবাসা, ইশকে খোদা।