আমি বিপ্লবী, আমি জাগরণ
আমি মুক্তির এক আলোড়ন।
আমি চেতনা, আমি উদ্দাম
আমি সূর্যের মতো তেজমান।
আমি যোদ্ধা, আমি ন্যায়
আমি অন্যায়ের বুকে লাথি দেই।
আমি হরতাল, আমি করতাল
আমি আন্দোলনে দেই হুঙ্কার।
আমি বজ্রধর, আমি অধীশ্বর
আমি আসমানি কণ্ঠে ন্যায়ের স্বর।
আমি বাঙালী, আমি ছাত্র
আমি অভিধানের ন্যায়পাত্র।
আমি সরকার, আমি জনগণ
আমি সকল নিয়মের সব শৃঙ্খল।
আমি অঙ্গিকার, আমি দণ্ডধারী
আমি অনিয়মের বিরুদ্ধে অস্ত্রধারী।
আমি বর্তমান, আমি ভবিষ্যৎ
আমি অতীতের সেই বজ্র স্বর।
আমি বিদ্রোহী, আমি বিপ্লব
আমি অগ্নিযুগের নির্দেশক।
আমি চেতনার সেই অগ্নিরথ
আমি আন্দোলনের সেই অগ্নিপথ।