আজই উৎসব,আজই গৌরব, আজই আমিত্বের বলিদান
উঠো বীর, তুলো খঞ্জর, কাটো অহংকারী মান।
দুর্বল যারা চুপ থাকো তারা
আমিত্বের পশু হতে মুক্ত নয় যারা
আজিই কুরবানি,আজই সেইদিন
ইবরাহিম হয়েছিল খাস বন্ধু ঐদিন।
আল্লাহ নিয়েছিল যার পরীক্ষা
পুত্র ইসমাইল হয়েছিল কুরবান
বিনাবাক্যে আল্লাহর ইচ্ছে তে
ইবরাহিম চালিয়েছিল খঞ্জর
পুত্র ইসমালের গর্দানে-তে।
আজই উৎসব,আজই গৌরব,আজই আমিত্বের বলিদান
কুরবানি দাও আমিত্বের সবে
পশু নহে, তার গোশত নহে পৌঁছাই আল্লাহর দ্বারে
খুশি হোন তিনি বান্দার নিয়তে
কুরবানি হয় একমাত্র তারই সন্তুষ্টিতে।
আজিকের দিনে খুলে দাও মন
উদার হও সকলে
ধনী গরিবের ভেদাভেদ ভুলে।
আজই উৎসব,আজই কুরবানি,আজই আমিত্বের বলিদান
বাজাও বাশিঁ, সাঁজো সবে
আজিকের খুশির দিনে
উঁচু-নিচু যা সবে শিখাইছে পরিজনে
ভুলে যাও সব, উদার হও সবে
গোস্ত দাও গরীবের মুখে তুলে।
আজই বলিদান দাও আমিত্বের
আছে যত মর্যাদা এই সমাজের
হোক সে রাজা কেই বা সে
খোদাভীতি থাকে যদি মনে
দাঁড়াও সবে গরীবেরও লয়ে
উৎসব হোক, কুরবানি হোক সকলেরই তরে।
আজই উৎসব,আজই গৌরব,আজই আমিত্বের বলিদান