তৈরি হও মৃত্যুনাশী প্রলয়নাদ
রুদ্রঝড়ে রুদ্রাণী ওঙ্কারে অগ্নিতাপ।
জ্বালিয়ে দাও, পুঁড়িয়ে দাও
ছিন্ন করো অভিশাপ।
ঘূর্ণিপাকের পৃথ্বীধরে অমাবস্যার অন্ধকারে
লাখো রুদ্র নৃত্য করে রুদ্রাণীর অগ্নিযুগে।
প্রলয়ঙ্করী উল্কাপাতে গোলাপে আজ রক্ত ফুটে
রক্তে আজ নতুন জীবন মৃত্যুরূপে ফিরে আসে।
তৈরি হও মৃৃত্যুনাশী প্রলয়নাদ
রুদ্রঝড়ে রুদ্রাণী ওঙ্কারে অগ্নিতাপ।
প্রলয়শিখা চিত্ত ভরে মহাকালের হৃদ জুঁড়ে
দেখিয়ে দাও, বলে দাও আমরা সবাই অগ্নিরথে
গুড়িয়ে দাও প্রাসাদমহল,ভেঙে ফেলো দম্ভধরী
আমরা সবাই রুদ্র রূপি রুদ্রাণী অগ্নিময়ী।