আমার বিচারধারা আমাকে তাড়িত করে
আনন্দের উৎফুল্লতা কোথায় হতে আসে?
মননে মগজে যার এতো বিস্তার
যে দেহের শিরা উপশিরা হয়ে উঠে শিহরিত
আমি বিস্মিত! রক্তাক্ত দেহ দেখে
আমি প্রশ্ন করে উঠি, এই আনন্দ কার?
কেন তারা হেসে উঠে? ক্রন্দনে ঝরায় অশ্রু;
কেন আমি হয়ে উঠি না তাদের মতো!
যারা রক্ত, বিধ্বস্ত লাশ দেখে মুখ ফিরিয়ে নেই
তখন আমার আনন্দ বিচার হয়ে প্রশ্নবিদ্ধ করে
আমাকে শাসিত করে কিসের উৎফুল্লতা তোমার?

আমার বিচারধারা আমাকে তাড়িত করে
ক্ষুধার যন্ত্রণা আমাকে বিস্মিত করে
পোশাক পরিচ্ছদের লেবাস কি অর্থে প্রকাশ?
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না
আমি শুধু জানি স্থূলকায় জীর্ণ শরীর
মৃত্যুর অপেক্ষায় প্রহর গুণে;
তারা অভিযোগ করে, আমার কথা বলে উঠে
আমি কেন মুখ বুঝে গুছে দিচ্ছে না পয়সাকড়ি!
আনন্দের অশ্রুতে তারা কেন ভেসে উঠছে না?
তারা কিসের প্রতিক্ষায় মৃত্যুর প্রহর গুণে?
মৃত্যু কি তাহলে জীবনের অবসান বটে!
নিরাশার কতটা ছায়া এসে জড়ো হলে
মৃত্যু তোমায় বন্ধু রূপে করে আলিঙ্গন!
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না
আমাকে আমার বিচারধারা তাড়িত করে
আমাকে প্রশ্ন করে উঠে, আমি কেন বিচারে প্রশ্নবিদ্ধ?
আমি বলে উঠি,' আমার বিচার সমগ্রতাকে তুমি বলো।'