আমার বিচারধারা আমাকে তাড়িত করে
চেতনা ও বুদ্ধির সংমিশ্রণে উৎকৃষ্টতরে
নিবেদন করে দেহ ও মনের রহস্যময়কে।
আমি জানি তারা আমাকে হতবুদ্ধিকর বলে,
আবেগ ও অনুভূতির স্বীকারোক্তি যদি না থাকে
যুক্তি ও তর্ক কী সত্য অনুসন্ধান করতে পারে!
আমি জানি তারা আমার কথা মেনে নেবে না
তারা শুনবে না দৃশ্যত থেকে অদৃশ্যতার বাণী
সসীম হতে অসীমের যে সংযোগস্থল আছে
চিন্তা যে মানবের সীমাবদ্ধতাকে ছুঁড়ে ফেলে দেই
তখন সে জানে তার কল্পনাও উৎকৃষ্ট রূপ চাই।

আমার বিচারধারা আমাকে তাড়িত করে
আমার উৎকৃষ্ট রূপ যেন আমার প্রতিক্ষায়
আমাকে বলে আমি যেন তার খোঁজ করি
সংযোজন করি গুণাত্মক ও সজ্ঞার মাত্রা।
আমি যেন বিচরণ করি মহাকালের যাত্রায়
খুঁজে চলি সেসব বিচারকে যা আমারই রূপ।
আমি জানি তারা আমার কথা বুঝবে না
আমার কথার অর্থ তারা করবে ভিন্নার্থ,
তারা সত্যকে  অগ্রাহ্য করে চলে
চিরায়ত বিবর্তনে মহাবিশ্বের বিস্তারে
তারা কোনো সত্য খুঁজে পাই না।
আমি জানি তারা আমাকে হতবুদ্ধিকর বলে,
তারা সত্যের খুঁজে অবিচল আলস্যদোষী
তাদের চিন্তন তাদের খুঁড়ে কেটে খাই
তাদের বিচার তাদের করে তুলে মোহাবিষ্ট
তারা আদিকালের প্রস্তরফলকে আবিষ্ট
তারা পরিবর্তনে মৃত্যু খুঁজে পাই
বিবর্তনে তাদের অস্তিত্ব হারিয়ে যাই।
আমি তখন বিচার সংগ্রহশালায় ঘুমন্ত
চেতনা ও বুদ্ধির সংমিশ্রণের চিরন্তনে
আমার বিচার সমগ্রতাকে রূপায়িত করতে।