আমার বিচারধারা আমাকে তাড়িত করে
অনুভূতির উষ্ণ বার্তা কোথায় হতে এসেছে?
কোথায় গিয়ে তার বিলীন হলে বিরহ এসে
জানান দেই আমি তো আছি একাকী।
একটু বিষণ্ণ ভাবাবেগ আমাকে চিন্তিত করে
নিশ্চিহ্ন করে দেই আমার সমগ্রতাকে।
আমার বিচারধারা আমাকে তাড়িত করে
চিন্তা করতে বাধ্য করে এই আমি কেন?
এই 'আমি' আলস্য, কর্মঠ, বিচারশূন্য হয়।
আমি জিজ্ঞাসা করে উঠি এই 'আমি' কে
আমি কেন বিচারধারা দিয়ে তাড়িত?
আমি কেন মেনে নিচ্ছি না সমাজের নীতি?
কেন আমি মুখ বুঝে করছি না বিশ্বাস?
এত প্রশ্ন আর এত বিচারধারা কেন আসে মনে?
আমি কে? আমি কি বিশ্বাসের ভীত হতে রহস্যে বিভোর!
যে রহস্য আমাকে চিন্তাশীল হতে বলে
আমাকে বলে, 'কোনো কিছু নিয়মের বাহির নয়।'
আমি একসময় প্রেমের খুঁজে পা ফেলেছিলাম
জেনেছিলাম অনুভূতির সংগ্রহশালা কোন পথে আসে!
কোন পথ দিয়ে হেঁটে চলে প্রেমের প্রজাপতিরা!
কেন তারা দেখে স্বপ্ন আর গ্রহণ করে বিষাদময় যাত্রা;
কেন হেঁটে চলে তারা বিরহের পথ বয়ে
মিলনের আশু আনন্দে তারা কেন ঝরায় অশ্রু;
কেন তারা প্রেমকে বলে অমরত্বের স্বাদ!
আমি জেনেছি প্রেম এক অভিনব ভাষা।
যেখানে এসে মিলন হয় আমার সমগ্র বিচারধারা।