এই আলোকবর্তিকার কিনারে
দীপ্তিমতীর সংযোগে যদি দাঁড়ানো যেত-
আধার কালো পৃথিবীতে ছড়িয়ে পড়া
স্বার্থান্ধ শুকুনের থাবা যদি নুয়ানো যেত
আমি উঠে দাঁড়াতাম তোমার হাত ধরে-
ইট পাথরের হৃদয় গুড়িয়ে সজীব
তরুবর রূপণ করতাম।
লিখে চলা নিয়তির কলমের কালির ধারা কে
অন্তহীন পাত্রে তুলে নিয়ে
প্রেমের স্তবকে ঈশ্বর স্তুতি লিখে নিতাম।
বেঁধে রাখা লোহার শীকল ছিঁড়ে
স্রোতে তলিয়ে যাওয়া রহস্যময় জাহাজ
সর্বত্র ছড়িয়ে থাকা শক্তির আহ্বান
আমি আমার মাঝে উন্নীত হতাম।
এই কিনারে সাদা অন্তহীন আকাশ রয়েছে
নীলিমা নেই পৃথিবীর সমুদ্রে বয়ে চলা চিত্রপটে,
হলুদ গোলাপ যেন আকাশ রাঙায়
তবুও এই আকাশ সাদা বর্ণহীন,
অন্তহীন পথের মতো বেদনা আর কষ্ট বিলাই।
এই পৃথিবীর পথে সৌন্দর্য রয়েছে
প্রেমের মুগ্ধ সুর, ছন্দময় শিঙ্গার রয়েছে
তবুও এই আলোকবর্তিকার কিনারে
এক সাদা বর্ণহীন আকাশ রয়েছে
যেখানে একটি হলুদ গোলাপ
আর হৃদয়ে থাকা একটি লাল গোলাপ।