জীর্ণদেহে যে অসুস্থতার কীট প্রবেশ করেছে
দূর্বল করে দিয়েছে আমার দেহখানি
আমার চিন্তাগুলো যেন সংঘাতে লিপ্ত হয়েছে
কে বাস করছে আমার দেহে? আমার আদেশ ব্যতীত!
আমি চূর্ণ করতে চাই ঐসব কীটগুলোকে
আমি অধিকার চাই আমার দেহের উপর;
যা কিছু আছে এই জীর্ণ দেহে
আত্মার যন্ত্রণা দেহ মনকে করেছে বিষণ্ণ
আমার লক্ষ্য আমাকে রেখেছে অবিচল
জীর্ণদেহে যে অসুস্থতা আমাকে দূর্বল করেছে।