হে বিজয়ী ছাত্রসমাজ
আজই তোমাদের দিন
সংগ্রাম করো, অধিকার চাও
আজই বিজয়ী দিন।

স্বৈরাচারীর কবল থেকে বাঁচাও দেশটি কে
অন্ধকারে ডুবে যারা মুক্ত হোক সে।
ছাত্র বলে সাধারণ আমি কোন সে অধিকার!
কোটার রাজ্যে মুক্ত তারা দেশটি স্বৈরাচার।

হে বিজয়ী ছাত্রসমাজ
আজই তোমাদের দিন
সংগ্রাম করো, অধিকার চাও
আজই বিজয়ী দিন।

এই কবিতা সত্য ন্যায়ের সংগ্রামের কথা বলে
এই কবিতা রক্তে ভেজা শহীদের কথায় বলে
এই কবিতা ছাত্রসমাজ সাধারণের আওয়াজ তুলে
এই কবিতা বিজয়ী সবাই চেতনার সন্ধিক্ষণে।

হে বিজয়ী ছাত্রসমাজ
আজই তোমাদের দিন
সংগ্রাম করো,অধিকার চাও
আজই বিজয়ী দিন।

কবির গানে কবিতার ছন্দে মনে রেখো এইদিন
দেশ হবে স্বাধীন! দেশ হবে স্বাধীন! আজই মুক্তির দিন।
আমি লেখেছি-মরলে যারা রক্তে যাদের আগুণ ফণা
উঠছে তারা ফিনিক্স পাখির জিবন্ত এক অগ্নিশিখা।

হে বিজয়ী ছাত্রসমাজ
আজই তোমাদের দিন
সংগ্রাম করো,অধিকার চাও
আজই বিজয়ী দিন।

স্বৈরাচারী অত্যাচারী শাসন নামে জুলুমকারী
পতন মুখে ধৃষ্টতা আজ দেখছে সবে খোলা চোখে।
ছাত্রলীগের বানোয়াটি মধুর মিষ্টি কথার চুটি
উগ্রতা আজ সীমা ছেড়ে শিক্ষার্থীদের রক্ত ঝরে
স্পষ্ট আজ আওয়াজ শুনে সংগ্রামের সেই তীব্র বাণে।

হে বিজয়ী ছাত্রসমাজ
আজই তোমাদের দিন
সংগ্রাম করো, অধিকার চাও
আজই বিজয়ী দিন।