বিরহ আমি কখনোই চাই নি
তার হতে দূরে বহুদূরে।
হারিয়ে যাবার ইচ্ছে হয় নি
যতটা হারিয়ে গেলে নিজেকে ভোলা যায়।
এরুপ বিরহ যখন আসলো-
তখন যন্ত্রণা হলো,প্রেমের অনুভূতি হলো
হারিয়ে যাবার ইচ্ছে হলো।
তাকে শক্ত করে জড়িয়ে ধরার খুব ইচ্ছে হলো।
মৃদু বাতাসে উড়তে থাকা কেশরী
আবরণে ঢাকা মুখাবয়ব যেন-
নিঃশব্দে আমার নামের জপঃ করছে।
দায়িত্বের কষাঘাত আর ভবিতব্য নিয়ে যাতনা
মুছে দিল তার নাম; বন্ধ করলো হৃদয় জানালা।
এরূপ বিরহ যেন আমায় বোধ করা-ই
প্রেম,ভালোবাসা আর সম্পর্কের দায়বন্ধন।
সেই শুভ্র রঙের হাসি দেখে
কেউ একজন হয়ে উঠেছিল কবি।
সে বোঝেনি সেই আলোরও হয়ে থাকে আধার
দ্রুত অস্তগামী আধারে নেমেছিল সে
পরাজয়,পতন আর ভবিতব্যে না জানা
হাতে হাত রেখে চলার তীব্র আকাঙ্ক্ষা
চেয়েছিল সম্পর্কের ভাঙ্গন নিশীথে।
যে সম্পর্ক কখনো ফিরে আসবে না
বিরহের যন্ত্রণা তাকে ভুলতে দেবে না
কোনও বর্ষা,শীত,গ্রীষ্ম ও বসন্তে
তাকে কখনো ছুঁয়ে দেখা হবে না।
আর কখনো ছুঁয়ে দেখা হবে না..