আমার আত্মায় সাগর উত্তাল তরঙ্গের চিন্তার ঢেউ
যেখানে বিন্দু বিন্দু জল প্রশ্ন এসে জড়ো হয়
যেখানে আমি নিজেকে সূর্য হিসেবে দেখি
বাষ্প করে ফেলি প্রশ্নের বিন্দু জলগুলো।
আমি নিজেকে দেখি বৃক্ষের মতো
যে আলো ছায়া দিয়ে থাকে প্রাপ্তির উল্লাসে
যে জীবন ধারণ করে প্রাণিদের উপরে।
আমি ভারসাম্য স্থাপন করি
যেখানে সত্য ও অসত্যের সংঘাত রয়েছে।
আমি ধ্বংসের বার্তা নয় ধ্বংসাত্মক বলি
যেখানে অমানুষের আত্মার বিক্রি হয়,
যেখানে আদিম সরোবর হতে তুলে আনি,
রাজহংসী ও তার সহোদর ভাইদের।
আমি জলতরঙ্গের কাগজের আধুনিক ছবি
প্লেকার্ডে ছড়িয়ে পড়া স্লোগানের চেতনা।
আমি প্রগতি ও বিবর্তনের ইচ্ছাধীন চিন্তা
যে চিন্তাবোধ জাগরূক মানুষের নিজের।
যে খোদার তালিমে নিজেকে করেছে উন্নত
যে আলো ছায়ার রহস্য উন্মোচনে রয়েছে মত্ত
আমি রহস্যঘন মহাকালমাঝে রহস্যামৃত
যে তালিমে নিজেকে তারা করে অন্ধকারাবৃত
খোদায়ী ফরমান তারা হবে বিলুপ্ত।
আমার আত্মায় শূরা পরিবেশন করে
নির্লিপ্ত আমি নিজের স্বাদ উন্মোচিত।
আমি জীবন ও মরণকালে রহস্যভেদ
যে সিঞ্চন করে আত্মার ভূমি।