আমি জানি এই পৃথিবীর জন্ম হতে
ভালোবাসা অদ্ভুদ এক অনুভূতি
প্রত্যেক জীব হতে মানুষ নামের অদ্ভুদ প্রাণি
মৃত্যু অব্দি হয়তো মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে
হৃদয়ের ক্ষত হতে রক্ত ঝরা ফোঁটা
তিল তিল করে গজিয়ে উঠা চারাগাছ
বৃক্ষের শাখা মেলে যে প্রশান্তি দেই
সেই অদ্ভুদ অনুভূতি ছিল ভালোবাসা।
তুমি অশ্রু ঝরিয়ে মাটি সিক্ত করে তুলেছো
প্রেম স্নেহ আর আদরমাখা স্পর্শে
হৃদয়ের কঠিন পাথুরে মাটির পলি পড়ে গেল
যেখানে ভালোবাসা গজিয়ে ওঠা কঠিন,
হয়তো হৃদয়ে শরীরের মধ্যকার কিছু
কঠিন ইস্পাতে আগুণ জ্বলে উঠেছিল
তোমার প্রতি এক অন্যরকম ভালোবাসা
ভবিতব্যের বিপদ দেখেও হৃদয় ঝুকেছে
ভালোবেসেছে অনিয়মের নির্বাসন জেনেও
রক্তাক্ত হৃদয় আর বাহুতে জড়িয়ে ধরা
তোমার শরীরকে আষ্টেপৃষ্ঠে
সত্যি বলছি ভালোবাসি
তুমি জানো কতটা এই অদ্ভুদ অনুভূতি।