ঘুমে স্বপ্নে জেগে উঠে এই মন
ছেড়ে তো এলাম নিথর স্বপ্ন বিভোর  জীবন।
এখনো তোমার স্মৃতির কাছে
আদরের মতো কী একটা লেগে আছে।
এ নিয়ে কোনো ভাবনা নেই।
তোমার ঐ নিশিত রাতের কথোপকথন
আমাকে যদি ও বা না মনে পড়ে।
তাতে বিস্ময় নেই,উদ্ভান্ত হবার কারণ নেই।
অতীতে ছেড়ে আসা আমার নিথর শরীর
এর চেয়েও বেশি নতুন শরীর নিয়ে আমার প্রকাশ।
ছেড়ে তো এলাম আবেগের বয়সের রেখা
এখনো ওখানে সামান্য স্পর্শতা
স্বপ্নে লালিত ওষ্ঠদ্বয়ে মুধরতা
মনে পড়ে যায় ফেলে আসা সময়ের কথা।
শেষ চিঠি বিনিময়ে নিরবতার অবসাদ
ডেকে ছিল তোমার অশ্রুচোখ
মনের কোণে আমারই বসবাস।