কবিতায় আমি কি যে লিখি
কিসের এতো প্রেম সুরভি
কোথা হতে আসে শব্দমালা?
বিরহ ও যন্ত্রণার সরাইখানা।
তাই তো ভাবি মন খারাপের দিনগুলো
বৃষ্টি ভেজা আষাঢ়ের এই বিকেলগুলো
নদীর ধারে চুপটি করে
নিরব হয়ে তোমায় দেখি।
মৃদু বাতাস আর ভেজা চুলের আলতো ছোঁয়া
কবিতা কেন দিচ্ছে তোমায় ভালোবাসার প্রেম ছোঁয়া।
নৌকাগুলো প্রেম সাগরে নিরব এক কবির ধারা
তরঙ্গ যেন  বলে সবে কবিতা কিন্তু সর্বহারা।
কবিতায় আমি কি যে লিখি
কিসের তাড়নায় কারে খুঁজি
সব যেন লণ্ডভণ্ড কবিতার কোনো শব্দ ছোঁয়া।