কিছু নেই যা আছে আমায় দেখার
আকাশ বিহ্বল মেঘমালা সব
কেঁদে ঝরাক একটু ছুঁয়ে দেখার।
নাম না জানা পাখিরা উড়ে বেড়াই
দিগন্তে তারা গানের সুর খেলে যায়
নিস্তব্ধ শুধু তাকিয়ে থাকি আকাশপাণে
আমার জানা হলো না আকাশে-
যাহারা লিখেছে নাম কেন দিল ফাঁকি?
সবুজ ঘাসের বুকে নিজের চিত্ত ফেলে
ভালোবেসে তাকে অনলে জ্বলে কেন রুখে রুখে!
জ্বলবো হয়তো আধার রাতের তারা হয়ে
নিঝুম কোনো নিরবতা নিয়ে
আমি ফিরে আসবো ঘুরে ঘুরে।
নক্ষত্রের পতনে পৃথিবীর পথে পথে
মহাকালের নিয়মের অতি সংগোপনে
খুঁজবে আমায় বর্ষার কোনো ঘূর্ণিতে
বাতাসের তীব্র বাসনায় আঁকড়ে রবো-
তোমার শরীর ছুঁয়ে নিজেকে জানান দিবো।
মৃত্যু এসে যদি করাঘাত করে আমায়
বিরহের অনলে এই প্রেমের তপ্ততা
বুঝিয়ে দেবে তোমায়-
কতটা জুঁড়ে জড়িয়ে আমি
তোমার সারাজীবন ধরে শুধু আমি।