আজ যে উচ্ছ্বাস আর আনন্দের
উৎফুল্লতা নিয়ে বসেছিলে
শুনেছিলে গুণীজনের উপদেশবাণী
কিছু সময়ের বিরক্তবোধ আর উদ্ভট আলাপচারিতা
সবকিছু সয়ে ছিলে একটি স্বাক্ষরের জন্যে;
যে স্বাক্ষর জীবনের উত্থান আর পতনের বাহক
স্পন্দিত হৃদয়ের দীর্ঘশ্বাস ছুঁড়ে দেওয়া।
বন্ধুমহলে যে ছোটে চলা গল্পের ভাঁড়
চেয়ারে হেলান দিয়ে দুষ্টুমির ছলাকলা
পরীক্ষা হতে নিজেকে পালিয়ে নিয়ে যাবার
যে উত্তেজনা আর দুরন্ত বেদনার সংমিশ্রণ
সবকিছু শেষ হয়েছিল ঘন্টা দু'য়েকের ভিতর।
তবুও দেখা হয়েছিল প্রকৃতির ভিন্নতর সাঁজে
কিছু ফুলের ভিন্ন ভিন্ন রঙের সমারোহে
সূর্যের আলো হাসি হয়ে ঝড়ে পড়েছিল
কুয়াশা ভেজা অডিটোরিয়ামের চাদর ভেদ করে
ফুল ফুটেছিল প্রতিটি গাছের ডালে ডালে
শতকণ্ঠে ফেটে পড়েছিল অরণ্যের নীরব আত্মা।
শুধু একটি স্বাক্ষর এনে-
হাজির করেছিল শত ফুলের মাঝে
তবুও দুষ্টুমির কাছে
সহ্য করতে হলো ঔদ্ধত্য রঙিন উচ্ছ্বাস।
ব্যস্ততার মাপকাঠি আর অস্থিরতার দৌড়ঝাঁপ
ক্ষুধার তীব্র যাতনা আর স্বাক্ষর হতে বাঁচার তীব্র ইচ্ছে
মিটিয়েছে শেষ আশ্বাস আর-
বিদায় হয়েছে আজকের বেলা
শুধু একটি স্বাক্ষর ও তার অপেক্ষার প্রহরে।