আমি অপেক্ষা করি, আকাঙ্ক্ষা করি
ঐসময়ের ঐদিনের জন্যে
যেদিন তোমার প্রতি আবিষ্ট হবে
আমার সমস্তটা
যেটা কে শুধু আমি বলে জানি।
যেদিন দুনিয়া ভুলে হয়ে যাবো 'তুমি'
গভীর অনুভব হবে তোমার অভাব
যখন অভিযোগ আসবে না হৃদয় থেকে
তোমার দেওয়া উপদেশ এবং সুসমাচার বার্তা
তখন হয়তো আমি ভুলে যাবো
অন্যসব লেনদেন ও দায়দায়িত্ব
যেন আমি তোমার বাণীতে অনুভব করি এই জগৎ
আমার শরীরের চিন্তাধারা বহমান হয়
তোমার দেওয়া বিচারধারা দিয়ে।
সেই মুহূর্তে সব সীমাপরিধির বাইরে
তোমার অস্তিত্বে নিজেকে বিলীন হতে দেখবো,
যে নিষিদ্ধ ফলের আস্বাদে আদম (আঃ) পেয়েছে
স্বাধীন ইশকে প্রেমের স্বাদ
আমিও পেতে চাই ইশকে রাসূল
নবী মুহাম্মদ (সাঃ) ইশকে আবে হায়াত।
তোমার চরিত্র, তোমার দৃষ্টি, তোমারই সৌন্দর্যরূপ
উদ্বেলিত করে এই যৌবন আমার
ছোট্ট জীবন হয় কি যথার্থ!
তোমাকে জানা, তোমা তে আবিষ্ট হয়ে
তোমার সম্পূর্ণতাকে নিজের বলে পরিচয় দেওয়া।
সেই মুহূর্ত, ঐ সেদিন প্রত্যাখ্যান হবে এই দুনিয়া
শুধু রবে 'তুমি' রাসূল এই হৃদয়ে ইশকে খোদা।