আহত হৃদয় নিয়ে রক্ত পেয়ালা হাতে
ঝরে পড়ে প্রিয়ার আঘাতে বেদনা অশ্রু হয়ে।
নিধারুণ যন্ত্রণা সয়ে বেঁচে আছি তবে
প্রিয়া হতে দূরে তব আহত হৃদয় নিয়ে।
এই জীবনে যা আছে সব দিয়েছি তাদের তরে
শুষে নিয়েছি তাদের দুঃখ,কষ্ট বিষদ আধারে।
ঘুচেছি নিজেকে আবরণে ঢাকা অন্ধকার চাদরে
রক্তের তীব্র স্রোতে ডু্বে চলেছি চক্রাকার এই জীবনে।