আমি বিরহ চাই,অনন্ত বিরহ
যা কাটবে না কখনো, ভুলবে না তোমায়।
আমার ভালোবাসায় কার্পণ্য নেই
সুখের তীব্র বোধে এই প্রেমের সমাপ্তি নেই।
আমি বিরহ চাই, অনন্ত বিরহ
আবার যখনই দেখা হবে, প্রথমেই বলে দিব-
চোখে চোখ রেখে 'আমার বড্ড বিরহ চাই'।
এরকম সত্য প্রকাশে যদি অশ্রু আসে দু'চোখে
যদিও তুমি মূর্ছা হয়ে পড়ে যাও মাটিতে
আমার নিথর শরীর তবুও বিরহ চাইবে
বারংবার তোমার প্রেমে মত্ত রইবে।
বিরহ কতটা দীর্ঘ যদি জানতো প্রেমিকেরা
তাহলে হয়তো প্রেমে ভালোবাসা না চেয়ে বিরহ চাইতো।
তোমার হয়তো দুঃখ হয়; কষ্ট হয় বুকের মাঝে
দুঃখ এবং কষ্ট নিয়ে আঁকড়ে ধরে থেকো না।
হাসো,প্রাণ খুলে হাসো, আনন্দ নিয়ে বাঁচো।
জানি মাঝে মাঝেই তোমার দিকে হাত বাড়ায় কষ্ট,
দুঃখের কালো থাবায় বুক ভেদ করে ঝরে পড়ে রক্ত
নখরাঘাতে ছিন্নভিন্ন করে ফেলে তোমার হৃদয়কে।
তুমি কষ্ট কে ভুলে যাও; প্রশ্রয় দিওনা কস্মিককালে
প্রত্যাখান করো তাকে;
অনুশোচনায় ডুবিয়ে দিও না নিজেকে
ভালোবাসো নিজেকে,
যতটা দুঃখ কষ্ট এসে জড়িয়েছে তোমায়
বলো,বিরহ চাই অনন্ত বিরহ
যেখানে প্রেম ভালোবাসা অতি ক্ষীণ
বিরহের অনলে জ্বলে হয়ে উঠো তেজস্বীনি
বলো, বিরহ চাই অনন্ত বিরহ।