আমি জানি না, এই হৃদয়ে যন্ত্রণা কেন হয়?
কেন হয়, দম বন্ধ হয়ে যাবার রুদ্ধশ্বাস!
নদী স্রোতের উত্তাল জোয়ার যেন বলে-
ছিন্ন করো,ভাসিয়ে দাও এই জীবনকে।
আমি জানি না, ভালো-মন্দ কিসে হয় মাপ?
কিসে হয়, সমাজের উঁচু নিচুর প্রভেদ!
কিসের তরে, কবি লিখে কবিতা!
কেন তারা সুখ খুঁজে কবিতার কুঞ্জে?
আমি সত্যি জানি না, কেন হয় প্রেম?
কেন আসে এই জীবনে ভালোবাসা?
দীর্ঘশ্বাস ছেড়ে যেন বেঁচে যায় এই জীবন
স্মৃতিগুলো থেকে যায়; রয়ে যায় কারও হৃদয়ে।
আমি জানি না, জীবন কিসে চলে; কিসে থমকে দাঁড়ায়?
কেন তার গতি ; কেন এত স্থিরতা!
দুঃখ,বিষাদ,যন্ত্রণা, বিরহ কেন এসে ছুঁয়ে যায়?
জীবন কী তাহাদের তরে উপভোগ?
আমি সত্যি জানি না, জীবন কাহারে কয়?
আমি জানি শুধু, বয়ে চলো! বয়ে চলো!
নদীর স্রোতে, উত্তাল ঢেউয়ে ভেসে চলো
জীবনের সব বাঁধায় হেসে চলো
জীবন কাহারে কয় কে জানে সেটা?
আমি জানি শুধু, বয়ে চলো! বয়ে চলো।