এই চোখে লেগে থাকা স্বপ্ন
বাহুতে বয়ে চলা তেজোদৃপ্ত শক্তি
হৃদয়ে থাকা বিপ্লবি হুংকার
জেগেছিল শুধু তোমার জন্যে!
তুমি কি লুকিয়েছ কোনো অন্তরালে!
শহীদ! তোমার কাফনে সুগন্ধি ছড়িয়ে
মিছিলের বিপ্লবি স্বরে শহর শব্দহীন ফেলে
বারবার ওরা গেছে সুখের দীপালি জ্বেলে।
তোমার কাফনে কি তারা মুখ গুঁজে রাখে?
এদিকে দেখো আমার দিকে তাকাও
দেখো অজস্র লাল গোলাপের অরণ্যচর
কতবার কতজন তোমার কবরের চৌকাঠে,
দিয়েছিল কথা একমুঠো মৃত্তিকা ফেলে
মুক্ত স্বাধীন করে, হয়নিতো কথা রাখা
দাওনি তো তাদেরে কিছু
ফুঠেছে অরণ্যে আজ হাজারো গোলাপ
রক্তমাখা সে তাদেরই বুক, এ যে আমার বাঙলা।
একমুঠো মৃত্তিকা গ্রহণ করো শহীদ
জ্বালিয়েছ যে শিখা বিপ্লবী হয়ে
মৃতের মিছিলে আজ তারা ক্ষমতার লড়াইয়ে
নিভিয়েছে বিশ্বাস,খুঁড়েছে মগজ
নিঃস্ব সবে করুণারূপে দেখে নি বিধাতা?
এই মাটির ঘরে ফিরে এসে দেখি,
শহীদ! আজও কেঁদে মরে
এই কি চেয়েছিল স্বাধিনতা তবে!