আঘাত আর প্রতিঘাতের কি মহিমা থাকে
নিঃশব্দে, চিৎকারে কি সত্য প্রকাশ পাই
বেদনার আহত রক্তমাখা শরীর
মাংস খসে পড়ার শুকুনের চিৎকার
অনাহারে আর্তনাদে ঝুকে পড়া
নারী,শিশু ও বৃদ্ধ পুরুষের নিস্তব্ধ নিস্তেজ চোখজোড়া
যুদ্ধের যে আহ্বান
আত্মত্যাগের যে বলিদান
তা কি সুখ সমৃদ্ধ শান্তির বার্তা বহে!
রাজনীতির কোষ্ঠাঘাত,নীতি আর আইনের যাচনা
নেতৃত্বের প্রলোভন, টাকা আর ক্ষমতার লড়াইয়ে
সাধারণ তারা কি নরবলির অঘোষিত বাহক!
ন্যায় শব্দ আর চিৎকার করে না
কবিতা হোক বিপ্লবি সাধারণের বার্তা
ক্ষমতার চাটুকার গোষ্ঠীকে প্রহার করো
অন্ধ আবেগ আর বিবেকহীন তাদের
শরীরে পচে যাওয়া মাংসকে কেটে ফেলার
মতোন ছুঁড়ে ফেলে দাও
ধুলোবালি মাটির স্তুপে।
প্রতিবাদ আর বিপ্লব হবে নিজের
এই সমাজের আর দেশের সুষ্ঠু ন্যায়ের।
আঘাত আর প্রতিঘাতের চিৎকারে
যুদ্ধ আর শান্তির বীচ রূপিত হোক নিজের মধ্যে।
আলস্য কে ছুঁড়ে ফেলে দিয়ে
নিজের ন্যায় কে প্রতিষ্ঠা করতে
সম্মলিত হোও সাধারণের ভিড়ে।