এই ঝড়,এই বৃষ্টি, এই বর্ষার কলরোল
তীব্র মাথা ব্যাথার এই সেই উতরোল।
পথে আজ কাঁদা যে, সারা শরীর মাখা যে
বৃষ্টিতে ভিজে সে, জ্বর যেন আসে সে
কি যে হয় যন্ত্রণা, উপশমে মন্ত্রণা
ঔষধপত্রের যন্ত্রণা, তীব্র ব্যাথার আনোগোনা।
এই ঝড়,এই বৃষ্টি, এই বর্ষার কলরোল
তীব্র মাথা ব্যাথার এই সেই উতরোল।
জানে জানে সব জানে, কে সে? কে সে?
কবিতার ভাষা বলে আমি সে! আমি সে!
ঝড় হাওয়া,ঝড় বৃষ্টি, বর্ষার হাওয়া রে
আসে আসে সর্দি বলে কাশি দিয়ে যাই রে।
যন্ত্রণার উপশমে আর কি যে চাই রে?
ঔষধপত্রের নাম লিখা আর কিছু নাই রে।