এই সুক্ষ্ম রেখা নিয়তির হাতে লেখা
এই পথে বয়ে চলে সবাই একা একা।
কত শত ভাগ্যবান লিখে যে নিজের নাম
ব্যর্থ প্রেমে ফুটে ফুল, সে যে তাদের মান।
ভাগ্যহীনের এতো দুর্ভোগ, এতো সে অসহায়
প্রেম সে পাইবার আগে, পাই সে মৃত্যুর রায়।
এই সে সুক্ষ্ম রেখা নিয়তির হাতে লেখা
কত সে নির্দয় জীবনের অন্তিম দৃশ্যান্তরে।
ভাগ্যের যা আছে  তাই নিয়তির নামে
প্রেয়সী মিলল যে নিয়তির অসময়ে
ঘুচে যাবে সব ব্যাথা নিয়তির হাতে লেখা
সময়ের অতিক্রমে যাবে যে মুছে সেথা।
হৃদয় বলে ছিল যা, দিয়াছি সবটুকু
প্রেয়সীর অশ্রু চোখে, প্রিয়তমের হাতখানি
আবদার যেন তার, না ছুটে দু'খানি।
এই সে সুক্ষ্ম রেখা নিয়তির হাতে লেখা
সময়ের বারণে, না,না,না! কারণে ছুটে যায় হাতখানি
প্রিয়তম! এই দেখা অসময়ের নিয়তির নির্দয়ে
ভাগ্যের অসহায়ে, নিয়তির লেখা তে
কার বারণ? কার মরণ? লেখা যে নিয়তির হাতে।