এই দুঃখ, এই ভারাক্রান্ত মন কেন বিদরিত
কেন সে মৃত্যু শোকে জর্জরিত?
এই কি ছিল ইচ্ছে তার?
নিধারুণ যন্ত্রণায় কাতর ছিল তার শরীর
হিম শীতল হয়ে পড়ে রয়েছে ছাটার উপর।
চমৎকার ছিল তার মুখাবয়ব
মৃত্যুর সারথি যেন জানিয়েছে সম্ভাষণ।
পৃথিবীর হিমপ্রান্তরে যার হয়েছে বিলীন
তীব্র ঝড় বাতাসে যদি হয় দরাদরি
যে পায়ে পড়া আছে মৃত্যুর বেঁড়ি
কঠোর দণ্ডাদেশের অন্ধকারে
বারবার লড়ে যাবো এই আমি।
হে প্রভু, এ কেমন বিচার তোমার?
মৃত্যুর শোকে যাকে করিয়েছো বশীভূত
তারই স্বজন কেন শোকে মৃত ভূত?
যারা ভুলেছে আকাশের রঙ নীল
মৃত্যু শোকে তারাও হয়েছে আকাশের সেই রঙ
পৃথিবীর এই যেন শেষতম ভালোবাসা
যক্ষ্মা রোগীর রক্তের মতো উজ্জ্বল।

আমি ভুলে যাব এই বছর,দিন,তারিখ।
কাগজের পাতায় করে নিব তালাবদ্ধ
কুরআনের আয়াতে যন্ত্রণার ভিতর দিয়ে
সৃষ্টি করে নিব মৃত্যুপাসের ইন্দ্রজাল।
আমি অনুভব করেছি মৃত্যুর কাতরতা
দু'চোখে তার মৃত্যুর ভয়ে বিসংবাদ
হিমশীতল হয়ে পড়ে যাওয়া অসাড় শরীর
বিভ্রান্তি ভেঙে ফেলল যুক্তির পাঁচিল।
হে প্রভু, তোমার সৃষ্টির উজ্জীবিত কালো মৃত্যুর হাত
দেখিয়েছে যাতনার, যন্ত্রণার তীব্র বিরহ
এই দুঃখ, এই ভারাক্রান্ত মন কেন বিদরিত
কেন সে মৃত্যু শোকে জর্জরিত?