আমি বিশ্ব নাগরিক, বিশ্ব আমার ঘর
দেশে-বিদেশে কোথাও কেহ নাইকো আমার পর।
এদেশ ওদেশ যে-দেশ যাই কিসের মায়ায় ফিরে তাকাই
কিসের তরে ভাবনা আমার, থরথর করে হৃদয় কাঁপাই।
ওহে যুবক, দেখো সবে, দরিদ্র সবে বাঁচে কিসে?
অর্ধাহারে,অনাহারে,ক্ষুধার জ্বালায় মরে কে সে!
দুর্নীতিরা সব হিষ্টপুষ্ট, অর্থ লোভে মগজ নষ্ট।
তোমরা সবে বিদ্যা-বুদ্ধি লাভে যত সময় নষ্ট
ফেসবুকে সবে স্ক্রল করে, নিউজফিডে খবর পড়ে
যত্রতত্র গল্পের নামে আমোদপ্রমোদে মেতে থেকে
ভুলছে সবে দেশের নামে, বিশ্বের তরে নিচ্ছে কেড়ে
তোমার আমার অর্থকড়ি, সোনার ফসল শস্যগুলি
আজ সবে বিশ্ব নাগরিক, বিশ্ব তবে সবার ঘর
ফিলিস্তিনের বুকে কারা, করছে এতো রকেট ঝড়?
রক্তে তারা স্রোতের বেগে ভাসছে কতো শতশত
হাজার ছেড়ে লাখো নামে রক্ত স্রোত তীব্রতর
বিশ্বের কি আজ মুখবন্ধ? বিশ্ব নাগরিক সবই অন্ধ?
তারা সবে কি বিশ্বের নই? বিশ্বের তারা নাগরিক নই?
ওহে যুবক, জাগো তোমরা! সত্যের ন্যায়ের মশাল তোমরা
অলসপ্রণা ছেড়ে দিয়ে, হাতে হাতে বই নিয়ে
সত্য আর ন্যায়শাসন, দেশের তরে, বিশ্বের তরে
প্রতিষ্টা করো সবার তরে, সমানরূপে সমতার সাথে
বিশ্ব আজই দেখতে চাই, ন্যায়ের শাসন যুবার হাতে।
আমরা সবে বিশ্ব নাগরিক,বিশ্ব আজ নিজের হাতে
অর্থের লোভে, লাভের চোটে, স্বার্থসিদ্ধির অতিক্রমে
সমাজের ক্ষতি,দেশের ক্ষতি, বিশ্বের আজ কেমন মতিগতি?
আমি আজ বিশ্ব নাগরিক, বিশ্ব আমার ঘর বটে
রক্তের স্রোত, দরিদ্রের রোধন শেষ করবে কারা সে?