হাজারো ঘোর স্বপ্নের পর জেনেছি আমি
লালিত স্বপ্নে কতটা শান্তি আর সুখ।
নিধারুণ যন্ত্রণার আবেশ যখন কাঁদাই এ বক্ষ
তখন জেনেছি স্বপ্নও কাঁদায় ভিষণভাবে ;
জড়তাগ্রস্ত, বিষাদগ্রস্ত বিনিদ্র আখিঁযোগল
মরু হতে প্রান্তরে মিশে যায় সবুজ কোনো ঘাসে;
শিশির বিন্দু যখন প্রশান্তি যোগায় ভোরের আলোড়নে।
অসহ্য এই জীবনে সন্ধানের সন্ধিক্ষণে;
কেউ যদি এসে দাঁড়ায় আমার দ্বার মাঝে
হাত বাড়িয়ে যদি আবারও স্বপ্ন দেখায়
মনে নেই; ভুলেছি আমি, কবিতার রাশি রাশি শব্দ
তোমার সেই স্বপ্ন যতটা করেছে অন্ধ;
আধারে আমি ততটাই তোমার হাত খুঁজেছি
কবিতার শব্দের মালা দিয়ে সন্ধান চালিয়েছি।
ভাবি ঈষৎ কারণে যদি আসে মনে তোমার স্মরণ
ঠিক মনে এসে যাবে, হায় হায় এ এক বিস্মিত বারণ।