এতো ভালোবাসার প্রদীপ যে নির্লিপ্ত
তার কি দোষ বলো, সে করে আলোকিত।
তুমি যে নিষিদ্ধ আধারের রাত্রী
প্রদীপ জ্বেলে নিজেকে করেছো সর্বনাশী।

তোমার যা অভিমান আর অভিযোগ আছে
সে তো আমাকে ঘিরে যে কিনা অনেক দূরে
হৃদয় যে খুব সন্নিকটে, মুখের পানে দেয়াল কিসে!

তোমাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছে
আমারই বুকে তোমার মাথা ঘুচে;
যে নির্মল সুন্দর অনুভূতি আসবে মনে
নিষিদ্ধ বলে আজ স্বপ্নিল অনেক দূরে।