বিদায় নিয়েছি জীবনে আসা প্রেম থেকে
আমার নিঃসঙ্গ, বন্ধুহীন পাথরের হৃদয় থেকে
যার চোখে ঘুম আসে না রাতের আধারে
যে দুঃখী, বিরহ আর যন্ত্রণা পুষে।
আমার হৃদয় বিচ্ছেদ বেদনায় সিক্ত
এই বেদনামিশ্রিত সুখ আমায় অসুখী করে
তবু প্রতিরাতে তোমার কথা ভাবি
আর বলে উঠি, হে খোদাঃ বিচ্ছেদ আর মিলনে
কেন এপারওপার গড়ে তুলেছো নীড়?
প্রতিরাতে তোমার দুঃখে নিজের কষ্ট খুঁজে পাই
আমার দৃষ্টিতে ঘুমের বদলে
তোমার অশ্রুজল দেখতে পাই
আমারি স্বপনে তোমার চুলের
এলোপাথাড়ি স্পর্শ যেন পাই।
কসম ছিল মোর, প্রেমে জড়াবো না কখনো
কি ছিল আমার মাঝে, সাধ্য ছিল না দমিয়ে রাখার
আমি মায়ায় জড়িয়েছি, প্রেমের আস্বাদ লাভ করেছি
বেদনার ঔষধ সেবন করেছি, বিফলতাও গ্রহণ করেছি।
তোমার অভিযোগের উত্তরে হৃদয় খুঁড়েছি বারবার
যে আগুণ চাপা আছে এই হৃদয় মাঝে
ভয় হয় এই আগুণে আমি না কখন শেষ হয়ে যায়।
ভয় হয় এই আগুণে আমি না কখন শেষ হয়ে যায়।