বিকশিত সত্তার যদি হয় বিস্তার
শুনে নাও আরণ্য, সত্য চিরবিস্ময়।
পাখির কলতানে হৃদয়ঙ্গমের মর্মকথা
বুঝে সে, যে তাকে খুঁজে তরুবরে।
নক্ষত্রের আলোকন নিভে যায় না কেন!
উজ্জ্বল হয়ে উঠা চন্দ্রের আলো নিভু নিভু কেন!
সৌন্দর্যরূপ তেজস্বী জ্বলসে দেওয়া হৃদয়ে ঘাঁ
মুছে যায় না অতীত স্মৃতি, বুঝে নিতে হয় ব্যবধান।
এই আরণ্য, সমুদ্র,আকাশ বিস্তৃত ইচ্ছেপালা
শিখায় মোরে কত তারা জ্ঞানময়
শত বাধাঁ বিপত্তি নিয়ে বিকশিত হোক সত্তা মোর।