কাছে আসার প্রয়োজন ফুরিয়েছে
ফুরিয়ে গেছে নিরব নিশ্চলতা
খুব কাছে এসো না আর কোনোদিন
যতটা কাছে আসলে লোকে কাছে আসা বলে
যতটা নিঃশ্বাস নিলে প্রশ্বাসের বায়ু এসে পৌঁছায় আমার কাছে
যতটা কাছে আসলে হৃদয় স্পন্দন শোনা যায়
তিতাস নদীর পাড় ঘেষে হেঁটে চলা
সবুজ ফসলের সোনালী রোদ্দুর গাঁয়ে মেখে
আকাশের পরীর মতো হাসলে যতটা কাছে মনে হয়
দিব্যি দিলাম আকাশের মেঘের মেয়েকে
কাছে এসো না, যে প্রয়োজন ফুরিয়েছে
তা কাছে আসার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিও না
দিব্যি দিলাম স্বপ্নঘোরের আমার-তোমার স্বপ্নবাড়ির
আকাশ কিংবা মেঘের বাড়ি স্বপ্নলোকের আলোর সারি।
দূরে থাকো বরং যতটা নিজেকে ভুলে থাকা
যেমন ভুলে যাওয়া স্মৃতিগুলো
স্পর্শের আকাঙ্ক্ষা নিয়ে কাছে আসা অনুভূতিগুলো
রোদ্দুর গাঁয়ে আমার পাশে হাঁটার তীব্র আবেদন
নাকচ হয়ে যাওয়া ইচ্ছে আবদারগুলো
ভুলে যাও, সবকিছু হতে দূরে সরে দাঁড়াও
শীতলতা থেকে উষ্ণতা যতটা দূরে আছে
একজনের নিকটে আসা অপরজন হারিয়ে যাওয়া।
আকাশের যেমন মাটিতে মিশে যাওয়ার আকুলতা
অধীর প্রস্তাবনাও যেন তাদের রেখেছে দূরে
প্রেমের খুব গভীর সমুদ্রে লুকিয়ে থাকা ভালোবাসা
তেমন দূরত্বেই থেকে যেও-
কখনো জানবে না কতটা ভালোবাসা ছিল গভীর
কতটা কাছাকাছি হলে দূরত্ব বলা চলে
কতটা দূরে হলে তার পরিমাপ মাপা যায়
এই পৃথিবী জানে না দূরত্বের পরিমাণ কত
শুধু জেনে নাও না বলা কথা যেমন
এই হৃদয় শুনতে পাই
হৃদয় স্পন্দনের স্বর যতটা দূরে গেলে বন্ধ শোনাই
এই ভালোবাসা প্রয়োজন ফুরিয়েছে পরিমাপের কাঠগড়ায়
সমাজের কঠিন ইস্পাতের লৌহদণ্ড রীতির মতো।