এতো ক্ষতি, এতো প্রাণ, এতো রক্তের বলিদান
কেন সইব? কেন সইব? একি খোদার ফরমান!
দেশে দেশে ভিন্ন সবাই অভিন্ন শুধু ধর্ম বলে
লাভ ও ক্ষতির আস্তাবলে কোন সে ঘোড়ার লাগাম টানে?
অতীত নিয়ে বসে সবে-অতীতে সব মহাপুরুষ হায়!
চুপটি করে বসে থাকা আজ সব মুসলিম উম্মাহ ভাই-ভাই।
কত বড় বেতমিজ হলে, নিজেকে বলে মুসলিম উম্মাহ
বর্তমানে আজ কাপুরুষ সবে ভবিষ্যতে আর কি আছে ভাই?
সিংহ পুরুষ চলে গিয়ে দিয়ে গেছে নামুরাদ শূকর শাবকদের।
খোদা যদি রক্ষা করে, সাহায্য করে মাজলুম কে
কে মাজলুম? কে জালিম? নির্যাতিত কারা সবে?
বল খোদা, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কোন সে শক্তি?
তোমার কাবা'য় হামলা করলো আবরাহার হস্তিরা
আবাবিলের প্রখর দেখো নুড়ি পাথরের বর্ষা হয়ে
খোদার নামে ফরমান সে যে ধ্বংস হলো আবরাহা।
খোদা তুমি এখন বলো, কাবা'র তওয়াফ করে কারা?
কোন সে বান্দা সিজদা করে তোমার সুরূত না দেখে?
তোমার তওহীদ কায়েম হলো কাদের শক্তি, কাদের বলে?
তুমি কেন চুপটি করে বসে রইলে আরশ ওপরে?
বান্দা তোমার নাযাত চাই, বিচার চাই অবিচারের
কণ্ঠে আমার অগ্নিবাণী সেই সাহসে বলছি আজ
খোদার নামে হবে নালিশ- যে যাই বলুক হবে আজ।
খোদা তুমি বলো আজ মুসলিমের কেন অধঃপতন?
আলেম সমাজ কুরআন-হাদিস শিখছে কত মনের মতোন
মুখস্থ সব তোমার বাণী দিলে তাদের কুরআন খানি
দোয়া তাদের যাচ্ছে কোথায়?
কোথায় তবে ইবলিশের ঘরখানি?
বীর পুরুষ নির্ভীক তারা গল্প শুধু অতীত ভরা
ইনসাফের বুলি মুখে দিল তাদের দাগে ভরা
কি করবো নালিশ তোমায়? সত্য হতে সরে তারা;
জ্ঞানের কী মূর্খতারূপ কুরআন হাদিস রটে সবে
আরশ জাহান সবই তোমার, কর্ম তারা করবে না তো
দোয়া প্রার্থী সবই তারা এমনিতেই সব হয়ে যাবে
সৃষ্টিকে তুমি 'কুন' বলে নিয়মবিধি গেছো ভুলে?
সবকিছু বিধান মতে সময় নিয়ে হলো সৃষ্টি
তোমার আলেম তারা বলে তুমি নাকি এমনিতেই করো
নিয়মনীতি বিধানগুলো তুমি নাকি দ্বার ধারো না
তাদের জ্ঞান মূর্খ সবে তোমার কুরআন বুঝে নাইকো
বলো তুমি খোদা তবে নবীর বিকাশ কেমনে হলো?
সাহাবেরা মদীনা থেকে বিশ্ব কেমনে শাসন করলো?
আজ এতো অধঃপতন মুসলিমেরা দিচ্ছে প্রাণ
নালিশ আমি করবো কাদের? খোদা তোমার নাকি মোল্লা তাদের?
তোমার সভায় কথা বলার নাইকো যাদের যোগ্যতা
পাচ্ছে তারা ধন-ধৌলত হচ্ছে তারা বিশ্বনেতা।
এই নয় মোর অভিযোগ কেন তাদের শক্তি এতো?
মুসলিম বলে তোমার নামে সিজদা করে যারা
যোগ্যহীন হলো কেবে ছিন্ন কেন বিশ্বে তারা
ঐক্যমতে ঐক্য নেই তোমার বিধান শাসন নেই
কুরআন এখন মুখের বাণী মুসলিম বলার যোগ্যতা নেই।
আফসোস! এখন আগের মতো যোগ্য তাদের হয়নি জন্ম
খোদার তোমার মেহেরবানি কাফির মুশরিক সবই অন্ধ
মুসলিম তবে ইসলাম নামে তোমার খুদি গুণগান
জন্ম নিচ্ছে ভীরু,অহংকারী, হিংসা, বিদ্বেষ অমরপ্রাণ।
দুনিয়া এখন মোদের ছেড়ে শত্রুদের দেই প্রেম
আমরা হচ্ছি অলসগতি বোকারামের শেষ দেন।
রক্তে ভেজা জামা মোদের ছিন্ন দেহ সন্তানের
কবে খোদা হুশ আসবে মুসলিম বলা ঐক্যের।
আমরা তো আজ বিদায় হচ্ছি নিচ্ছে তারা কর্মভার,
দেখো যেন শেষে না কও বিশ্বে নাই তৌহিদ আর
খোদা কবে মুসলিম সবে কুরআনের সত্য নিবে লুফে
জ্ঞানের বীর, যুদ্ধের নির্ভীক কবে হবে তাদের জন্ম?
মুছে দাও! মুছে দাও! মুসলিম নামের ভীরু আজন্ম
জন্ম হোক ন্যায় জ্ঞানের নব্য প্রতীক মুমলিম বীর
প্রযুক্তির শাসনামলে বহাল হোক আরেক বীর।
আমার হৃদয়ের ক্রন্দনে আজ দীর্ণ হোক সবার দিল
জ্ঞানের এই প্রগতির যুগে কূটকৌশল হোক নীভ।
কুরআনের সেই অশেষবাণী নবীর সেই শাসননীতি
বিবর্তনের যাত্রাকলে দৃপ্ত হোক জ্ঞান জ্যোতি
নতুন তৃষ্ণা নিয়ে করুক পুরোনো সেই সরাব পান
মুসলিম আজও বিশ্বে তবে লিখতে পারে অমরনাম।
ঐক্য যদি গড়ে তুলে মুছে ফেলে জীর্ণবসন
খোদা তবে হেসে উঠবে ঝরবে তখন রহমত।