হে মৃত্যু দিশারী ফেরেশতা সমূহ
মৃত্যুর করুণ রোদনে আচ্ছন্ন এ পৃথিবীময়।
হৃদয়ে তীব্র যন্ত্রণার অনুভূতি
বটবৃক্ষ আর মাতৃছায়া হতে দূরে সরে;
আকাশপথে দাঁড়িয়ে রয়েছে ফেরেশতা সমূহ।
স্বাগত! স্বাগত তোমায় চিরন্তন ভূমিতে।
অনন্ত সুখ,সমৃদ্ধি আর একক মালিকের সামনে-
হাজির হতে চলেছো তুমি; এক অনাবিল প্রশান্তির স্রোতে।
হে মৃত্যুর পালক ফেলে দেওয়া দূতেরা
পৃথিবী অশ্রুচোখে বিদায় জানালো তাকে;
তাকে হারিয়ে যে দুঃখের অসহ্য যন্ত্রণা লভিত হলাম
নক্ষত্রের পথে, পৃথিবীর পরে, সময়ের অন্তর্জলে
আমি সাক্ষ্যি হলাম, মৃত্যুর অমোঘে ঘুমিয়ে রইলাম।
একটি শিশুর ডাক এলো অমোঘ স্রোতে ভাসিবার
হারিয়ে গেল দু'রজনী না শেষ হবার;
এই পৃথিবী তাহাকে চাই নি;
পৃথিবীর পথে তার পদচিহ্ন একেঁ যাক
বয়ে চলুক স্রোতের ধারায়।
অমোঘ এক আহ্বানে নক্ষত্র খসে পড়লো এই পৃথিবীর পথে।