রাজপথের অই অলি গলি বীর সেনানীর দল
আয় কে-রা আয় রুখবে তাদের,দেখবি কারা বল?
রক্তে তাদের বিজয়ী নিশান,জয় হবে তারা জয়!
জীবন যুদ্ধে মরবে তারা, রাখবে না কোনো ভয়।
অত্যাচারীর বুক ছিঁড়ে তারা দেখবে কত সাহস!
কার হুকুমে করছে তারা নির্যাতনের আপোষ!
জাগো জাগো তরুণ কিশোর জাগো ছাত্রদল
আওয়াজ তুলো তীব্র কন্ঠে মিলাও কণ্ঠস্বর।
মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে
তুলে ধরো সেই আওয়াজ
অধিকার চাই, অবিচার নয়
মুক্তির আজ সেই গান।
জুলুম করে করবে তারা আর কত কণ্ঠরোধ!
রক্ত তাদের শরীর ভেজা, হৃদয়ে শহীদ উন্মুখ।
জুলুমের দিন শেষ হবে তাই হাতে হাত মিলাও
নতুন করে গড়বে এই দেশ তরুণেরা আজ কোথায়?
সমবেত হও, একতা গড়ো মিশে যাও মিছিলে
মুক্তির আজ সংগ্রাম শুরু দেখছে সকলে
ছাত্র সমাজ, তরুণ ভাই বোনেরা দেখো কত বলিয়ান
বক্ষে তাদের গুলি বর্ষণ তবুও তারা আগুয়ান।
মিছিলে মিছিলে অধিকার চাই কণ্ঠে তাদের বিপ্লবী স্বর
বিদ্রোহী আজ, রুদ্র সবে নেমেছে তরুণ কন্ঠস্বর।
রাজপথের অই অলি গলি বীর সেনানীর দল
আয় কে-রা আয় রুখবে তাদের, দেখবি কারা বল।