আর কত অভিযোগ আর অভিমানী হয়ে থাকবো
কতটা কাপুরুষ হয়ে উঠলে রক্ত ঝরে পড়বে না
কত হাত তুলে দোয়া করলে জীবন হবে না নিশ্চিহ্ন!
আর কত ধর্মের বাণী মুখে নিয়ে করবো প্রতিবাদ
আর কত জীবন গেলে খোদা পাঠাবেন ন্যায়দূত!
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না
আমি জানি শুধু তারা মানুষ নয়
আর যারা দু'হাত তুলে প্রার্থনা করে চলে
তাদের খোদারা নিশ্চুপ হয়ে বসে আছে।
খোদাদের কোনো শক্তি নেই
তারা কল্প পাথরের মূর্তি আর বিশ্বাসে গড়ে তোলা অন্ধকার।
তারা ফিলিস্তিনের ইতিহাসে রক্তের বন্যা দেখে নি
ঐসব খোদাদের চোখগুলো অন্ধ;
তারা ফিলিস্তিনের চিৎকার আর আত্মনাদ শুনে নি
ঐসব খোদাদের কর্ণকুহর বধির
ঐসব খোদাদের মুখ দিয়ে বের হয় না শব্দ।
তারা ইবলিশের সহযাত্রী খোদায়ী বাণ
তারা শুনে শুধু অমানুষের গুণগান।
তারা লেবাসপোরস্তি ন্যায় ও সত্যের শাসন
তারা বিশ্বের শান্তি ও যুদ্ধের কারণ।
তারা যেমন চাই করে শাসন যে বা যাক জীবন।
আর কত অভিযোগ আর অভিমানী হয়ে থাকবো
আর কত ধর্মের নামে অভিনয় আর কূটনীতি
সব তো মুছে গেছে ইতিহাসের পদতলে
এখন যা আছে তা তো মনুষ্যেত্বের শেষবিন্ধু
যা রক্ত হয়ে ঝরে পড়ছে ফিলিস্তিনের বুক বয়ে।