শেষ হবে এই দেখা চিরতরে
নয়নে দেখিবে তার অন্তিম অবসরে।
পোহাইলে রাত পরদিনে হবে ভোর প্রভাত
এই জগতের সুখ দুঃখের বেলা
নিমিষেই শেষ হবে সংসার খেলা।
স্মরণ হবে যখন আমার কথা
আত্মীয় পরিজনে বলিবে স্মৃতি রেখা
কেউ বলিবে, 'ওহে ভালো লোক'
কেউবা বলিবে, 'ওহে ভালো নয় বটে'
সেদিন আমি চেয়ে রইবো উৎসুক নয়নে
দেখিবো সবাইকে হৃদয়ে কি ছিল আমায় ঘিরে।
আমি একটিবার মরিতে চাইবো
জগতের কিছু সত্য দেখিতে চাইবো
মুখোশের আড়ালে মিষ্টি যাদের শব্দঝঙ্কা।
যাহা কিছু দেখিলাম কোনো কিছু তুচ্ছ নহে
মৃত্যুর পরেও যেন নিজেকে জাগ্রত পাহিলাম।
স্বপ্নে যেন মৃত্যুর সুখ অনুভূত হইলো
সকলি দুর্লভ বলে আজিকে মনে রইলো।
দুর্লভ সবে পৃথিবীর ব্যর্থ প্রাণ নাম
যা পাই নি বলে মনে হয় তা যেন থাকে মোর সাথে
যা পেয়েছি আমি তা যেন হারিয়ে না যায় পৃথিবীর পথে।
তুচ্ছ বলে যা চাই নি খোদা তা দিও মোর হৃদয়ে
এই দুর্লভ জীবনে বাঁচি যেন সদা তোমারই স্মরণে।