বিষয়ী প্রেমের বিষবাষ্পে মলিন
আহত ভালোবাসা,
চুনখসা প্রাচীন স্থাপত্যের
ক্ষয়িষ্ণু ইতিহাস যেন..
লুপ্ত পানাম নগরীর যাদুঘরে
সাজানো ভাস্কর্য!

প্রেমহীন ভালোবাসা নাকি
ভালোবাসাহীন প্রেম,
ছায়ার আড়ালে কায়া নাকি
কায়াহীন ছায়া,
আলুথালু ভাবনায় বিমূঢ় কবি!

স্মৃতির কলস উপচে পড়ে
কবির স্বপ্নরা...
একদা নদীতে পানি ছিল,
কুঁড়েঘর জুড়ে ছিল বিশুদ্ধ বাতাস;
ভাষা ছিল, পাখি ছিল
গান ছিল, প্রাণ ছিল
আকাশের উঠোন উপচানো
নক্ষত্রের ফুল!

কালের পেন্ডুলামে সওয়ার
উদ্ভ্রান্ত সময়,
ভালোবাসা প্রেম নয়
নয় কোনো বিশুদ্ধ বাইবেল!
গান আছে, প্রাণ নেই
দৃষ্টিহীন দর্শন;
যতিহীন গতি নিয়ে ছুটে চলে
একরোখা পটু তীরন্দাজ!

© আজিজুর রহমান খান