তোমায় অনুভব করবো বলে
ব্যস্ত বিকেল থামিয়ে দিল তার সমস্ত কোলাহল,
পাখিরা হল চুপ,
সূর্য হারাল উত্তাপ,
সময় থমকে দাঁড়ালো আমার জীর্ণ করিডোরে;

তোমায় স্পর্শ করবো বলে
সূর্যমুখীরা লুকায় মুখ গোধূলির লাজুক আবীরে;
জোনাকিরা মালা গাঁথে
সন্ধ্যার নরম অস্তাচলে।

তোমায় ভালবাসবো বলে
জনারণ্যে জেগে উঠে নিঃসীম নির্জনতা..
কাঞ্চনজঙ্ঘা থেকে ভেসে আসে
এক টুকরো মেঘের বিছানা;
সানাইয়ের সুর তোলে
লিলুয়া বাতাস!

© আজিজুর রহমান খান