একটা সকাল প্রতীক্ষায় বসে ছিলাম..
ঘাসের ডগায় ছলকানো রোদ মাড়িয়ে তুমি আসবে,
এলে না।
রোদেলা দুপুরের বিদগ্ধ প্রহরে শীতলপাটি বিছিয়ে দিলাম,
তুমি বসলে না।
গোধূলির বিষণ্ন অস্তাচলে চাতকের চোখ মেলে দিলাম,
তুমি বুঝলে না।

সন্ধ্যা নামে..
পাখীরা নীড়ে ফেরে..
থেমে যায় জীবনের কলরব..
হাসনাহেনা ছড়ায় মদির সুবাস..
আঁধার চাদরে জড়ায় আমার স্বপ্নরা..
সত্যই তুমি কি আসবে?

© আজিজুর রহমান খান